বর্ষা পড়তে না পড়তেই শরীরে নানাধরণের সমস্যা শুরু। সবচেয়ে বেশি সমস্যা এলার্জি আর চুলকানি।ত্বকের সংক্রমণ তো ফি বছরের ব্যাপার।তবে সাবধানগুলো কিন্তু একই। আসুন জেনে নেওয়া যাক।
- বর্ষার নতুন জলে ত্বকে সংক্রামণের সমস্যা থাকলে জল থেকে একটু দূরে থাকতেই হবে। মানে সরাসরি জলে হাত কম লাগাতে দেবেন। কি করে ?বাসন মাজা, কাপড় ধোয়া, ইত্যাদি ক্ষেত্রে বেবহার করুন সার্জিক্যাল গ্লাভস। কাজ মিতে গেলে ধুয়ে শুকিয়ে নিন।
- একটু উষ্ণ জলে বাসন মাজুন, কাপড় ইত্যাদি ধুলে একটু সমস্যা কম হয়।
- ক্ষারযুক্ত সাবান একেবারেই বেবহার করবেন না। লিকুইড সাবান বরং ভালো।
- হাত ভিজে রাখবেন না। সবসময় শুকনো গামছা বা কাপড় ধুয়ে মুছে নেবেন। আঙুলের কোনা পরিষ্কার করে মুছবেন।
- বেবি অয়েল কিনে রাখতে পারেন। ভালো করে হাথে মেখে তবে সাবানে হাত দিন। ঝামেলা কম হবে।
- আন্টিসেপ্টিক ক্রিম রাখুন ঘরে।বেশি সাবান বা জল ঘাটা হয়ে গেলে মেখে নেবেন।
- স্নানের জল শোধন করে নিন। মেডিকেটেড কোনো লিকুইড পরিমাণমতো দিয়ে তবে স্নান করুন।
- হাতে বা ত্বকে লালভাব অথবা চুলকানি দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন তবেই কোনো ওষুধ খাবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts, please let me know