বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০

মেয়েদের যেসব প্রশ্ন করতে পাগল ছেলেরা




সম্পর্ক এগোনোর সঙ্গে সঙ্গে প্রেমিক-প্রেমিকারা একে অন্যের বিষয়ে কতকিছুই না জানতে চান। বিশেষ করে প্রেমিকার মনে হাজারো-লক্ষ প্রশ্ন লুকিয়ে থাকে। এখানে দেখে নিন এমনি কিছু প্রশ্ন, যা প্রায় প্রতিটি ছেলেই তার প্রেমিকা বা পরিচিত মেয়েটিকে জিজ্ঞাসা করতে চান। কিন্তু করেন না অথবা প্রশ্ন না করে নিজেরাই তা বোঝার চেষ্টা করেন।

১. তুমি আমার সব বিষয়ে এত কিছু জানতে চাও কেন?
মূলত প্রেমিকারা, প্রেমিকের সব বিষয়ে নাক গলাতে চায়, যা কিছু ছেলেরা সাধারণত চায় না।

২. তোমার প্রিয় কুকুর-বিড়ালের জন্মদিন মনে রাখতে হবে কেন?
মেয়েরা প্রতিটি বিশেষ দিন-তারিখ পরিষ্কার মনে রাখতে পারেন। প্রেমিকার জন্মদিনও ভুলে যান অনেক প্রেমিক। সেখানে তার প্রিয় কুকুরের জন্মদিনের কথা মনে রাখাটা গুরুদায়িত্বে পরে না বলেই মনে করেন পুরুষরা।

৩. আমার সঙ্গে ও আবারও কথা বলতে চাইছে কেন?
সাধারণত ছেলেরা এই বিষয়টি নিয়ে বেশ চিন্তায় থাকেন। তাদের প্রাক্তন গার্লফ্রেন্ড পুনরায় সম্পর্ক তৈরির জন্য অনেক সময় প্যাঁচ-পয়জার কষেন। তার ফলে প্রশ্নটি ঘুরপাক খায় মনের মধ্যে।

৪. বন্ধুদের সঙ্গে আমার আড্ডা মেনে নিতে চাও না কেন?
ছেলেরা বন্ধুদের নিয়ে আড্ডা দিতে চায়। কিন্তু প্রেমিকা তা মেনে নিতে নারাজ অধিকাংশ ক্ষেত্রেই।

৫. তোমার ওই বান্ধবীরদের সঙ্গে আমার পরিচয় করিয়ে দাও না কেন?
এই প্রশ্নটি ছেলেদের মনে ভীষণভাবে ঘুরপাক খায়। কিন্তু তা প্রশ্নের আকারে প্রেমিকার কাছে তুলে ধরা বেশ বিপজ্জনক।

৬. আকর্ষণীয় নারীর সঙ্গে কি ধরণের আচরণ করতে হয়?
এই মেয়েরাই সবচেয়ে ভালো বলতে পারেন। কিন্তু তা কখনও প্রেমিককে বলেন না। আর ছেলেরাও তা জিজ্ঞাসা করে উঠতে পারেন না।

৭. ছেলেদের দেহের কোন অংশ মেয়েদের কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয়?
সব ছেলেই এই প্রশ্নের উত্তর জানতে চায়। কিন্তু জিজ্ঞাসা করার সাহস কিছুতেই পায় না।

৮. ছেলেদের পরিপাটি হয়ে থাকার বিষয়টি মেয়েরা কি চোখে দেখেন?
এই প্রশ্নের উত্তর কোনও প্রেমিকাই দিতে চাইবে না। ছেলেদের তা বুঝে নিতে হবে।

৯. অন্তরঙ্গ সময়কে আরও রোমাঞ্চকর করা যায় কিভাবে?
বিষয়টি নিয়ে ভীষণ ভাবে কথা বলতে চান ছেলেরা। কিন্তু তা কখনও মুখে প্রকাশ করতে পারেন না।

১০. কোনও মেয়ে মোবাইল নম্বর দিলে ঠিক কত সময় পর তাকে ফোন করা উচিত?
এই প্রশ্নটি বেশ চিন্তায় ফেলে ছেলেদের। কিন্তু প্রেমিকার কাছে জানতে চাইতেও পারেন না।

১১. প্রথম ডেটিংয়ে একই মেয়ের মন জয় করতে গেলে ঠিক কি কি করতে হয়?
যেহেতু বর্তমান প্রেমিকাকে ছেড়ে নতুন প্রেম করতে চাইছেন না। কাজেই এ প্রশ্ন প্রেমিকার কাছে তোলা বেশ বিপজ্জনক। কিন্তু সব ছেলেই তা জানতে চায়।

১২. তুমি কি আমাকে বন্ধু ভাবো নাকি অন্যকিছু?
কোনও মেয়ের সঙ্গে সখ্য গড়ে ওঠার পর ছেলেদের মনে এই প্রশ্নটি জেগেই। কিন্তু কখনও মেয়েটিকে জিজ্ঞাসা করতে পারেন না।

১৩. তোমাকে খুশি করতে আমার কোন কোন কাজের কোনও অর্থ খুঁজে পাও না তুমি?
ছেলেরা মেয়েদের খুশি করতে অনেক কিছু পারেন। কিন্তু আর মধ্যে বেশ কিছু কাজ করে কোনও লাভ হয় না। সেই কাজগুলো কি কি, তার ফিরিস্তি জানতে চান না মেয়েরা।

১৪. সবসময় সন্তান নিতে চাও কেন?
বিয়ের পর বা বিয়ের পরের পরিকল্পনা নিয়ে আলোচনা এ কথাটি বলতে চান পুরুষরা। কিন্তু হিতে বিপরীত হতে পারে বলে তা আর বলতে পারেন না।

১৫. সব কাজে এত সময় নষ্ট করো কেন তুমি?
সাজগোজে মেয়েরা প্রচুর সময় ব্যয় করেন। এ বিষয়ে ছেলেরা অস্থির হয়ে পড়লেও সেভাবে অভিযোগ করে উঠতে পারেন না। কারণ তারা জানেন যে, বিষয়টি সহজাত।



গলা ভেজাতে ঘরোয়া রেসিপি চা

চিকিৎসকরা বারবার গরম পানীয়চা খেলেই যে করোনা নির্মূল হবে এমনটা নয়। তবে করোনার পরিবেশে ঘরোয়া চা গলা ভেজানোর জন্য উপযুক্ত সময় এই সুযোগে কিছু রেসিপির চা চাখা হয়ে যাবে।


মশলা চা


কি কি লাগবে :-

ছোটো এলাচ ৫ টি, দারুচিনি ১ টুকরো, চিনি স্বাদমতো, দুধ ১ চাপ, গোলমরিচ ১ টি, লবঙ্গ ৪ টি, চা পাতা ২ চা চামচ, আদা মিহি করে কাটা কয়েক টুকরো।

কিভাবে করবেন :-

এলাচের খোসা ফেলে ভিতরের মসলা বের করে নিন। সব মসলা একসঙ্গে গুঁড়ো করে ফেলুন মিহি করে। প্যানে ৪ কাপ জল গরম করে চা পাতা দিন। চাইলে আধা চা চামচ গ্রীন টি পাতাও দিতে পারেন ব্ল্যাক চায়ের সঙ্গে। আবার গুঁড়ো করে রাখা মশলা আর চিনি দিন। দুধ ও আদা গুঁড়ো দিয়ে জ্বাল দিতে থাকুন। নামানোর আগে আদা কুচি করে অল্প জ্বালে মিনিট কয়েক রেখে দিন, তারপর নামিয়ে নিন। হয়েগেলো মশলা চা।




মধু, লেবু আদা চা


কি কি লাগবে :-

২ কাপ জল, ছোটো ১ চামচ আদা মিহি করে কুচোনো, চা পাতা ছোটো ২ চামচ, ছোট এক চামচ পাতিলেবুর রস, ছোটো এক চামচ মধু,

কিভাবে করবেন :- 

একটি প্যানে ২ কাপ জল গরম করতে বসান, ফোটার খানিক আগে মিহি করে কুচো আদা দিন। জল ফুটতে শুরু করলে চা পাতা দিন। মনে রাখবেন, প্রতি কাপ চায়ের জন্য এক চামচ চা পাতা দেবেন। এরপর আগুন নিভিয়ে ওতে পাতিলেবুর রস ও মধু দিন। চা পাতা ছেঁকে কাপে ঢেলে সকালবেলা যদি খান দেখবেন ক্লান্তি, ঘুম সব একসঙ্গে পালিয়েছে। তাছাড়া স্ট্রেসে যখন থাকবেন এটি বানিয়ে খাবেন, ম্যাজিকের মতো উপকার পাবেন।


মালাই এলাচি চা


কি কি লাগবে :-

দুই কাপ চায়ের জন্য দুধ দেড় কাপ, আধ কাপ জল, মালাই বা ক্রিম ৪ চামচ, ১ টি এলাচ, ১ টি লবঙ্গ, ২ চামচ চা পাতা, ৩ চামচ চিনি।

কিভাবে করবেন :-

একটি সসপ্যানে কম আঁচে দুধ ধোন করতে বসান, সামান্য ঘনো হয়ে এলে এলাচ ও লবঙ্গ থেঁতে দিন। আবার দুধ ফুটে এলে ওতে জল ও চা পাতা দিন। আপনার মালাই এলাচি চা তৈরি। এবার ছেঁকে নিয়ে কাপে ঢেলে পরিবেশন করুন।



তন্দুরি চা


কি কি লাগবে :-

এক কাপ ঘন দুধ, জল দেড় কাপ, ২ চা চামচ চা পাতা, ২-৩ টি পুদিনা পাতা, ২ টি লেবুপাতা, ২ চিমটে চা মশলা, স্বাধমতো চিনি, ২ টি মাটির ভাঁড়।

কিভাবে বানাবেন :-

মাটির ভাঁড় দুটো আগুনের আঁচে মিনিট দশেক পুড়িয়ে নিন। একটি পাত্রে দুধ খুব ভালো করে ফুটিয়ে নামিয়ে রাখুন। অন্য একটি পাত্রে জল ফুটিয়ে তাতে একে একে চিনি, পুদিনা পাতা, লেবুপাতা, চায়ের মশলা, চা পাতা দিয়ে ফুটিয়ে নিন। এরপর ঘন করে ফুটিয়ে রাখা দুধ দিয়ে আরো কিছুক্ষন ফুটিয়ে নিন। একটি বড়ো পাত্রের মধ্যে পুড়িয়ে রাখা মাটির ভাড়ঁ দুটো রেখে তাতে চা ছেঁকে ঢেলে দিন, হয়ে গেলো তন্দুরি চা।







বিরোধিতা মানে শুধু অন্ধ বিরোধিতা নয়

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধির কারণে পেট্রল, ডিজেল, কেরোসিন, গ্যাস আর দাম যথেষ্ট উদ্বেগ বাড়িয়েছে যার প্রভাব দেশের জনগণের সঙ...