এক্সপায়ারি ডেট পেরিয়ে যাওয়া দামি মেকআপের জিনিস নিত্যনৈমিত্তিক অনেক কাজেই লাগাতে পারে। চটজলদি জেনে নেওয়া যাক এর বেশ কয়েকটি ব্যবহার।
১) টোনার :-
এক্সপায়ার করে যাওয়া টোনার দিয়ে পরিষ্কার করতে পারেন কাচ, আয়না, মোবাইল, কিংবা অন্য কোনো গ্যাজেট। তা দিব্বি চকচক করবে নতুনের মতো।
২) লিপবাম :-
পুরানো হয়ে যাওয়া লিপবাম বা ভেসলিন কৌটোতে রয়ে গিয়েছে ? লিপবাম বা পেট্রোলিয়াম জেলি কাজে লাগবে চামড়ার জুতোর জন্য। ব্রাশ দিয়ে ঘষে লাগিয়ে নিন জুতোতে, ঝা-চকচকে হয়ে উঠবে পুরানো জুতোজোড়া।
পারফিউম :-
মেয়াদ শেষ হয়ে যাওয়া পারফিউমে বা সেন্ট ত্বকের জন্য ক্ষতিকারক হলেও রুম ফ্রেশনার অথবা বাথরুম ডিওডোরাইজার হিসাবে কাজে লাগানোই যায়।
লিপস্টিক :-
লিপস্টিক দিয়ে বানিয়ে নিতে পারেন লিপবাম, মাইক্রোওয়েভে গরম করে জীবাণুমুক্ত করার পর পেট্রোলিয়াম জেলির সঙ্গে মিশিয়ে ফ্রীজে রাখলেই তৈরি লিপবাম।
ফেস অয়েল :-
বাতিল হয়ে যাওয়া ফেস অয়েলর সঙ্গে কফির ডাস্ট কিংবা চিনি মিশিয়ে স্নানের স্ক্রাবার তৈরি করা সম্ভব।
আইশ্যাডো :-
নেইলপলিশের সঙ্গে আইশ্যাডো মিশিয়ে নিলেই তৈরি হতে পারে রং-বেরঙ্গের নেল পেন্ট।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts, please let me know